মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, গবেষণা ও শিল্প-সাহিত্যের বই আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় প্রথমা প্রকাশন। ২০০৯ সালে আত্মপ্রকাশ করার পর প্রথমা প্রকাশনের প্রকাশিত বইয়ের সংখ্যা ৮৬০ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত প্রথমা প্রকাশিত ৩৫টি বই পুরস্কার পেয়েছে।এর মধ্যে রয়েছে উচ্চ মানসম্মত প্রকাশনার জন্য সম্মানজনক বাংলা একাডেমি পুরস্কার । বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বই প্রকাশ করে প্রথমা । একাত্তরের চিঠি এবং আরও অনেক মানসম্মত বই প্রকাশ করে প্রথমা একটা আলাদা রুচিশীল পাঠকগোষ্ঠী তৈরি করেছে। বিদেশে বসবাসরত বাঙালি পাঠকের কাছে বই পৌঁছে দেওয়ার লক্ষ্যেও কাজ করে চলেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া কিশোরদের উপযোগী বই প্রকাশের জন্য প্র প্রকাশন নামে রয়েছে আলাদা প্রকাশনা ব্র্যান্ড । প্রথমার রয়েছে ৫টি বিক্রয়কেন্দ্র এবং একটি বই বিক্রির ই-কমার্স প্ল্যাটফর্ম prothoma.com। এগুলোর মাধ্যমে সারা দেশের পাঠক প্রথমার বই ছাড়াও দেশি-বিদেশি এবং ভালো মানের আন্তর্জাতিক বই ও ম্যাগাজিন সারা দেশের পাঠক সংগ্রহ করতে পারেন। আমরা বিশ্বাস করি, আমাদের প্রকাশিত বইগুলো আগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে।
আমাদের পেশাদার পাণ্ডুলিপি সম্পাদক, ডিজাইনার ও ছাপা-বাঁধাই ব্যবস্থাপকরা মানসম্পন্ন সেরা বই প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন পাঠক তৈরি করা, পাঠকের হাতে সহজে বই পৌঁছে দেওয়া এবং প্রথমা প্রকাশনের যাবতীয় বই দেশে ও বিদেশে সহজলভ্য করার সার্বিক প্রচেষ্টা আমরা সব সময় চালিয়ে যাচ্ছি। নির্ভুল তথ্য, সঠিক ইতিহাস, সময়োপযোগী সৃজনশীল ও মননশীল বই প্রকাশে আমরা অঙ্গীকারবদ্ধ।
প্রতিষ্ঠা: ২৮ মার্চ ২০০৯
প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান: মিডিয়াস্টার লিমিটেড (প্রথম আলো)
প্রধান অফিস: ২০-২১ কারওয়ান বাজার, প্রগতি ইনস্যুরেন্স ভবন, ঢাকা
প্রথম প্রকাশিত বই: একাত্তরের চিঠি
মোট প্রকাশিত বইয়ের সংখ্যা: ৮৬০
মোট লেখকের সংখ্যা: ৩৯২
প্রাপ্ত পুরস্কারের সংখ্যা: ৩৫
প্রথমা প্রকাশনের আরও ব্র্যান্ড: প্র প্রকাশন, প্রথমা ডটকম, প্রথমা বুক ক্যাফে
শুধু কিশোরদের নিয়ে বাংলাদেশের একমাত্র প্রকাশনা সংস্থার নাম প্র প্রকাশন। মৌলিক কিশোর উপন্যাস, অনূদিত কিশোর উপন্যাস, কিশোর থ্রিলার, অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, রহস্য-রোমাঞ্চ, হরর, সায়েন্স ফিকশন, অনুপ্রেরণামূলক বইসহ আরও নানা ধরনের কিশোরদের উপযোগী বই নিয়ে কাজ করে প্র প্রকাশন। নতুন প্রজন্মকে সাহিত্যমুখী করে মেধাভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখাই প্র প্রকাশনের উদ্দেশ্য। প্র প্রকাশন স্লোগান হলো—সাবধান, অন্য জগতে প্রবেশ করছো তুমি!
অনলাইন বইয়ের বাজার prothoma.com মিডিয়াস্টার লিমিটেডের (প্রথম আলো) একটি অঙ্গপ্রতিষ্ঠান। নানা রুচি ও স্বাদের পাঠকের বইয়ের চাহিদা সহজে ও পরিপূর্ণভাবে মেটানোই আমাদের লক্ষ্য। পাঠকের আকাঙ্ক্ষিত যেকোনো বই এখান থেকে সুলভ মূল্যে সরবরাহ করা হয়। দেশের যেকোনো প্রান্তের পাঠকের কাছে বই পৌঁছে দেওয়া হয় দ্রুততম সময়ে। আমাদের উদ্দেশ্য বইয়ের প্রতি পাঠকের আবেগ ও ভালোবাসাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তাই পাঠকদের জন্য রয়েছে বিশেষ অফার ও ছাড়সহ নানা সুবিধা।