আব্দুল্যাহ আদিল মাহমুদ। পৈত্রিক নিবাস লক্ষ্মীপুর সদর উপজেলার ঝাউডগী গ্রাম। পড়াশোনা ঢাকা বিশ্ববদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। বিজ্ঞান বিষয়ে লেখালেখির সাথে যুক্ত ২০১৪ সাল থেকে। একুশে বইমেলায় ৩টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে একটি হলো অনুবাদ গ্রন্থ। স্টিফেন হকিং রচিত অ্যা ব্রিফার হিস্ট্রি অব টাইমের বাংলা অনুবাদ। অপর দুটি বই হলো মহাবিশ্বের সীমানা ও অসীম সমীকরণ। বর্তমানে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছি প্রথম আলো পরিবারের বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞানচিন্তায়। সহযোগী সম্পাদক হিসেবে কাজ করছেন ব্যাপন কিশোর বিজ্ঞান সাময়িকীতে। পাশাপাশি পরিচালনা করছেন নিজের তৈরি পোর্টাল মহাবিশ্ব ও Stat Mania। লেখালেখির প্রধান ক্ষেত্র গণিত, জ্যোতির্বিদ্যা, পরিসংখ্যান, ডেটা সায়েন্স ও প্রোগ্রামিং।