জন্ম ১২ সেপ্টেম্বর ১৯২৯ কুমিল্লার শাহবাজপুরে। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। প্রাবন্ধিক, কবি ও কথাশিল্পী। উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা, আরেক কালান্তর, রবীন্দ্রভবনে পতিসর, ভাষা আন্দোলন, দেশভাগ: ফিরে দেখা ইত্যাদি। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য্য’ উপাধি।