Author Image

আজিজুর রহমান খান

আজিজুর রহমান খান

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ (১৯৫৯) এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি (১৯৬৬)। পাকিস্তান (পরে বাংলাদেশ) ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনমিকসে গবেষণা পরিচালক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজের ফেলো হিসেবে গবেষণায় কর্মজীবন শুরু। স্বাধীন বাংলাদেশের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রযুক্তিগত কাঠামো রচনা করেন। শিক্ষকতা প্রধানত লন্ডন স্কুল অব ইকনমিকস এবং ক্যালিফোর্নিয়া (রিভারসাইড) বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে। পেনসিলভানিয়া স্টেট, কলাম্বিয়া এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্বল্পকালীন ও অতিথি অধ্যাপক ছিলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বিশ্বব্যাংকে অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন এবং এই সংগঠনসহ নানা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ২০টির বেশি দেশে উপদেষ্টার ভূমিকায় কাজ করেছেন। পরিকল্পনা-পদ্ধতি, প্রকল্প মূল্যায়ন, সমাজতান্ত্রিক অর্থনীতি, কৃষিব্যবস্থা, কর্মসংস্থান, বৈষম্য ও দারিদ্র্য সম্বন্ধে তাঁর গবেষণাগ্রন্থ ও প্রবন্ধ আন্তর্জাতিক প্রকাশনায় ও সাময়িকী কর্তৃক প্রকাশিত হয়েছে।

লেখকের সকল বই