জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ও সাবেক প্রধান। ব্রিটিশ কাউন্সিল স্কলার, সিনিয়র ফুলব্রাইট স্কলার এবং জাপান ফাউন্ডেশন ফেলো ছিলেন। তাঁর উল্লেখযোগ্য বই Role of Opposition in Bangladesh, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র: রাজনীতি ও গভর্ন্যান্স। সম্পাদনা করেছেন বাংলাদেশে নারী: বর্তমান অবস্থান ও উন্নয়ন প্রসঙ্গ, Political Management in Bangladesh I Bangladesh: Crisis of Political Development। এ ছাড়া দেশে ও বিদেশে বিভিন্ন সংকলন ও জার্নালে তাঁর গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।