জন্ম ১৯৭৮ সালের ১৫ ডিসেম্বর, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার কালিকাপুর গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। কবি ও সংগীত গবেষক। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফেলো হিসেবে বাংলাদেশের সিনেমার গান নিয়ে গবেষণা করেছেন। নিজেও গান লেখেন। লেখেন নানা বিষয়ে প্রবন্ধও। সংগীতবিষয়ক পত্রিকা সরগম-এর তিনি নিয়মিত লেখক। প্রকাশিত বই: সুরের ইন্দ্রধনু: শতবর্ষের কালজয়ী বাংলা গান (১৯০০-২০১৪), বাংলাদেশের সিনেমার স্মৃতিজাগানিয়া গান এবং তুমি আসবে বলে: সৈয়দ হকের গান।