গাব্রিয়েল গার্সিয়া মার্কেস সমকালীন বিশ্বসাহিত্যের একজন প্রবাদপুরুষ। ১৯২৭ সালে কলম্বিয়ার ক্যারিবীয় উপকূলীয় গ্রাম আরাকাতাকায় জন্ম। বিশ্ববিদ্যালয়-পর্যায়ে আইনশাস্ত্রে অধ্যয়নের পর সাংবাদিকতা দিয়ে পেশাজীবনের শুরু স্বদেশ কলম্বিয়ায়। গল্প দিয়ে লেখালেখির শুরু হলেও ১৯৬৭ সালে প্রকাশিত মহাকাব্যিক উপন্যাস সিয়েন আনিয়োস দে সোলেদাদ (নির্জনতার এক শ বছর) তাঁকে জগৎজোড়া খ্যাতি এনে দেয়। ১৯৮২ সালে নোবেল সাহিত্য পুরস্কারে ভূষিত হন। তাঁর গল্প, উপন্যাস, আত্মজীবনী, নাটক, বক্তৃতামালা—সবই বিশ্বব্যাপী পাঠকদের আকৃষ্ট করেছে। ১৭ এপ্রিল ২০১৪ মেহিকো সিটির নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।