গৌতম রায় কলকাতার যুগান্তর পত্রিকার সাবেক সাংবাদিক গৌতম রায়। জন্ম ১৯৫৭ সালে কলকাতায়। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর। বর্তমানে দৈনিক কালান্তর পত্রিকায় কর্মরত। শৈশব থেকে যৌথ পরিবারে লালিত। পিতার আদি নিবাস ফরিদপুরে, মায়ের বাড়ি বরিশালের আলেকান্দায়। তিরিশের দশকে লেখকের পরিবার কর্মসূত্রে চলে যায় চট্টগ্রামে। সেখানে মাস্টারদার দলের সঙ্গে তাঁদের নিবিড় যোগাযোগ স্থাপিত হয়। লেখক ছাত্রজীবন থেকেই বাম রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে যোগ দেন উদ্বাস্তু আন্দোলনে। এই উদ্বাস্তুদের সঙ্গে মেলামেশার সূত্রেই তিনি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট আন্দোলন সম্পর্কে অবহিত হতে থাকেন। কলকাতার বামপন্থী অনেক পত্রপত্রিকার নিয়মিত লেখক তিনি। জড়িত ছিলেন দেশভাগ ও উদ্বাস্তু সমস্যাসংক্রান্ত বেশ কিছু গবেষণাকর্মের সঙ্গে। ২০২৩ সালের কলকাতার বইমেলায় তাঁর প্রকাশিত বই বাংলায় বিপ্লববাদ থেকে কমিউনিস্ট পার্টিতে।