গুলজার (সম্পূরণ সিংহ কালরা, জন্ম: ১৯৩৪) বর্তমান ভারতের শিল্পকলাচর্চায় এক ঈর্ষণীয় ব্যক্তিত্ব। চলচ্চিত্র পরিচালক, কবি, গীতিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, গল্প লেখক-কী নন তিনি? যেখানে হাত দিয়েছেন, সেখানেই সফল হয়েছেন। প্রচলিত আঙ্গিকে উর্দু কবিতা লিখেছেন, নিজে নতুন এক আঙ্গিক শুরু করেছেন-লিখেছেন ত্রিপদিকা। বই হিসেবে সেগুলো বেরিয়েছে ত্রিবেণী নামে। মাত্র তিন লাইনে জীবনের গভীরতর অনুভূতির প্রকাশ।