জন্ম ১৯৫১ সালের ২১ আগস্ট, কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামে। ক্যাপ্টেন হায়দারের তত্ত্বাবধানে তিনি গেরিলাযুদ্ধের ট্রেনিং নেন এবং ২ নম্বর সেক্টরের অধীনে ঢাকা শহর ও সংলগ্ন এলাকায় যুদ্ধ করেন। বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট থেকে স্নাতক (সম্মান), ইম্পেরিয়াল কলেজ, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কীটতত্ত্ব বিষয়ে এমএসসি ও পিএইচডি ডিগ্রি লাভ। ধানের সমন্বিত রোগ-বালাই ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. ইসলাম কর্মজীবনে ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী। ধান নিয়ে দেশে-বিদেশে গবেষণা করেছেন। ২০০১ সাল থেকে কানাডায় বসবাস করছেন।