জন্ম ১৯৫০ সালে, বর্তমান লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে। উচ্চমাধ্যমিক ও সম্মান কারমাইকেল কলেজ থেকে। স্নাতকোত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সম্মান শেষ বর্ষের ছাত্রাবস্থায়ই প্রথমে সত্তরের নির্বাচনী প্রচারে ও পরে অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়েন। মুক্তিযুদ্ধের প্রায় গোড়ার দিকেই তিনি যুদ্ধে যোগদান করেন। শিলিগুড়ির মূর্তি মুজিব ক্যাম্পে গেরিলা ও ইনফ্যান্ট্রি যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার পর ৬ নম্বর সেক্টরের বিভিন্ন রণাঙ্গনে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর সুপিরিয়র সার্ভিসের প্রথম ব্যাচে সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিজীবনে প্রধানমন্ত্রীর দপ্তরাধীন বিনিয়োগ বোর্ডসহ বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে সরকারের অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। প্রকাশিত গ্রন্েথর মধ্যে গোয়েথের কবিতা ও গোয়েথেরই কৌতুক নাটক খেয়ালি প্রেমিক এবং ইকবালের পাইয়াম-ই-মাশরিক-এর অনুবাদ প্রাচ্যবার্তা উল্লেখযোগ্য।