Author Image

রেজা খান

জন্ম ১ জানুয়ারি ১৯৪৭। বাড়ি ঢাকার ধামরাই থানার বালিয়ায়। পাখি বিষয়ে উপমহাদেশের মহাপণ্ডিত, বোম্বে বিশ্ববিদ্যালয়ের অবৈতনিক অধ্যাপক এবং বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সভাপতি ড. সালিম আলীর অধীনে পাখির ওপর মাঠপর্যায়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন ১৯৭৩ থেকে ১৯৮৩ পর্যন্ত। ১৯৮৩ সালের ডিসেম্বরে কাজের সূত্রে যুক্ত হন আরব আমিরাতের আল আইন ও দুবাই চিড়িয়াখানার সঙ্গে। বর্তমানে দুবাই সাফারিতে কাজ করছেন প্রধান বন্যপ্রাণী বিশেষজ্ঞ হিসেবে। বাংলাদেশের বন্যপ্রাণী বিষয়ে তিনি গবেষণা করেন। এ বিষয়ে তাঁর বেশ কয়েকটি বাংলা বই রয়েছে। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে তাঁর আরেকটি বই—স্তন্যপায়ী প্রাণী।