Author Image

রওশন আরা খানম

রওশন আরা খানম। জন্ম ১৯২৯ সালে, কিশােরগঞ্জ জেলার। তাড়াইল থানাধীন জাওয়ার গ্রামে, মামাবাড়িতে। পৈতৃক বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে। বাবা মৌলভি মাে. আবদুস সালাম ও মা মােছা. ফাছিহা খানম। স্বামী আবদুল বারী ছিলেন ব্যবসায়ী। ছয় পুত্র ও এক কন্যাসন্তানের মা হিসেবে বিরাট সংসারের দায়িত্ব পালন ও সন্তানদের মানুষ করেও তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) হন। সমাজসেবা ও পত্রপত্রিকায় লেখালেখি করতেন। ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সক্রিয় সদস্য। মুক্তিযুদ্ধে শহীদ বদিউল আলম বীর বিক্রম ছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র, যাকে নিয়ে মূলত এই বই। মৃত্যু ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর।