জন্ম ১৮ জানুয়ারি ১৯৫১ সিলেটে। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য বিষয়ে। পেশা হিসেবে বেছে নিয়েছেন শিক্ষকতা। সৈয়দ মনজুরুল ইসলামের কথনশৈলী, ভাষা আর গল্পকাঠামোর নতুনত্ব তাঁর রচনাকে পাঠকপ্রিয় করেছে এবং কথাসাহিত্যিক হিসেবে তাঁকে প্রতিষ্ঠা দিয়েছে। প্রথমা থেকে বেরিয়েছে তাঁর গল্পগ্রন্থ বেলা অবেলার গল্প (২০১২) ও উপন্যাস দিনরাত্রিগুলি (২০১৩)। সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পান ১৯৯৬ সালে। ১৪১১ বঙ্গাব্দে তাঁর প্রেম ও প্রার্থনার গল্প বইটির জন্য পান ‘প্রথম আলো বর্ষসেরা বই-এর পুরস্কার। এ বইয়ের জন্য ২০০৬-এ তাঁকে দেওয়া হয় কাগজ সাহিত্য পুরস্কার। কথাসাহিত্যে অবদানের জন্য ২০১১ সালে কথাসাহিত্য কেন্দ্র তাঁকে পুরস্কৃত করে।