জন্ম ১৮৭৭ সালের ৩১ মে ঢাকায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৮৯৯ সালে পিএইচডি। এরপর লন্ডন থেকে ব্যারিস্টার হন। ব্রিটিশ ভারতের অন্যতম ইসলামি চিন্তাবিদ, আইনজ্ঞ, শিক্ষাবিদ, সমাজসেবী ও রাজনীতিক। অবিভক্ত বাংলার মুসলমানদের অন্যতম দিশারি। কর্মবহুল জীবনে উল্লেখযোগ্য রচনা ও সম্পাদনার মধ্যে আছে টলারেশন ইন ইসলাম; ওয়াকফস অব মুভেবলস; হিস্টরি অব মুসলিম লিগ্যাল ইনস্টিটিউশন: ইটস সোর্সেস অ্যান্ড অথরিটিজ এবং বিউটিজ অব ইসলাম। তবে তাঁর প্রথম বই দ্য সেইংস অব মুহাম্মদ (সা.) তাঁকে বহুল পরিচিতি দিয়েছে। মৃত্যু ১৯৩৫ সালের ১৩ জানুয়ারি, কলকাতায়