একুশের মুহূর্তগুলো
পরিচিতি
এ দেশে ভাষা নিয়ে বিতর্কের সূচনা বিশ শতকের চল্লিশের দশকের গােড়া থেকে। সেই বিতর্কের জের ধরেই ১৯৪৮-এর ভাষা আন্দোলনের সূচনা। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে চায়নি পাকিস্তানি শাসকবর্গ। এর বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ থেকে ১৯৪৮ সালে যে ভাষা আন্দোলনের সূচনা, তা-ই। পরিণতি পায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ছাত্রসহ নানা স্তরের মানুষ এই আন্দোলনে অংশ নেন, আত্মদান করেন। আহমদ রফিক ভাষা আন্দোলনের একজন সক্রিয় অংশগ্রহণকারী। প্রত্যক্ষদর্শীর সেই অভিজ্ঞতা থেকেই তিনি ভাষা আন্দোলনের বিভিন্ন পর্বের বিবরণ দিয়েছেন। ফলে সংক্ষিপ্ত হলেও এ বইয়ে পাঠক পাবেন এমন সব তথ্য, যা ভাষা আন্দোলনের পূর্ণ রূপটি তাদের কাছে মূর্ত করে তুলবে।