পাকা দেখা
পরিচিতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশােনা শেষ করে একটা স্কুলে চাকরিতে ঢুকেছে নীপা। ওর কোনাে ছেলেবন্ধু নেই। কারাের সঙ্গে ঘনিষ্ঠতা হয়নি। মায়ের বিয়ের আগেই ওর জন্ম এক বিপ্লবী দলের রাজনৈতিক কর্মীর ঔরসে। বিয়ে হওয়ার আগেই তিনি খুন হন। নীপা তার জন্মদাতাকে দায়ী করে তার ঝঞ্চাক্ষুব্ধ জীবনের জন্য মা নীপার বিয়ে। ঠিক করেন এক মার্কিনপ্রবাসী ছেলের সঙ্গে। এর মধ্যে রাতুলের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। রাতুলই প্রথম ছেলে যে অস্বস্তি দেয়, আনন্দ দেয়। ওর আবার মা নেই। নীপা কি রাতুলকে বিয়ে করবে? বিদেশে চলে যাবে নাকি রাতুলই তার গন্তব্য? পাঠক আগ্রহ নিয়ে এই উপন্যাসে পৌছাবেন, নীপা যখন তার গন্তব্যের কাছাকাছি।