বইয়ের নাম:
সান্তা ফের আর্ট ডিস্ট্রিক্ট ও মুনলাইট ক্যাম্পফায়ার
ক্যাটাগরি:
লেখক:
ISBN:
9789849436270
প্রকাশকাল:
ফেব্রু ২০২০
পৃষ্ঠা:
158
ভাষা:
বাংলা
প্রচ্ছদ:
এরফান উদ্দীন আহমেদ
বাঁধাই:
হার্ড কভার
প্রকাশনী:
সান্তা ফের আর্ট ডিস্ট্রিক্ট ও মুনলাইট ক্যাম্পফায়ার
পরিচিতি
সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,১৯৯ ফুট ওপরে চিত্র গ্যালারিতে জমজমাট একটি শহর যুক্তরাষ্ট্রের সান্তা ফে। ওখানকার আর্ট ডিস্ট্রিক্টে ঘুরে বেড়ানোর বয়ান দিয়ে তৈরি হয়েছে এ ভ্রমণ-আলেখ্য। নামজাদা চিত্রকরদের সঙ্গে শিল্পকলার এ তীর্থতটে হামেশা ঘুরছেন বোহিমিয়ান শিল্পীরা। বর্ণনায় উঠে এসেছে আঁকাজোকায় এঁদের মুনশিয়ানার সঙ্গে ব্যতিক্রমী দিনযাপনের বৃত্তান্ত। আগ্রহী পাঠক চিত্রময় বর্ণনার অসিলায় পরিচিত হতে পারেন চিত্রকর রোমেরোর সঙ্গে, যুদ্ধবন্দী হিসেবে যাঁকে অন্ধকার একটি গুহায় তালাবদ্ধ করে রেখেছিল ভিয়েতকং গেরিলারা। প্রেরণার ঘাঁটতি হলে মরিচের ধোঁয়ায় স্মোক-বাথ করেন চিত্রশিল্পী কেলিমুর, কাকের ছায়ামূর্তির মতো পোর্ট্রেটের নিচে যিনি তৈরি করেছেন একটি বোম্ব-কেইস। পাঠক চাইলে তাঁর সঙ্গেও সহবতের স্বাদ পেতে পারেন। চিত্রশিল্পী জর্জিয়া ও’কিফ, যিনি ফুলের প্রতিকৃতিতে প্রজননের প্রতীক সমন্বয় করে খ্যাতি অর্জন করেছিলেন, তাঁর বসতবাড়ির সুদর্শন পাহাড়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন গোধূলি ঝলসানো রক ফর্মেশন ও হাই-ডেজার্টের প্রান্তিকে নেমে আসা আসমানের বর্ণিল চিত্রপট। এল সালভাদরের অভিবাসী যুবকের প্রণয়ে উদ্বেলিত মাকড়সা পোষা নারী কিংবা ওপিওড এপিডেমিকে সন্তান হারানো মেক্সিকান তরুণীর দিনযাপনের বয়ানও পাঠককে সহমর্মী করে তুলবে।