সুন্দরবনের প্রাকৃতিক ইতিহাস
পরিচিতি
সুন্দরবন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্য। এ বন সম্পর্কে জানার আগ্রহ সব বয়সী পাঠকের মধ্যেই কমবেশি রয়েছে। বাংলা ভাষায় সুন্দরবন নিয়ে বেশ কিছু বই থাকলেও প্রাণপ্রকৃতির ইতিহাস কোনো বইয়েই তেমনটা পাওয়া যায় না। বইগুলো দুষ্প্রাপ্যও। সুন্দরবন সংরক্ষণ করতে হলে দেশের আপামর মানুষের সচেতনতা যেমন প্রয়োজন, তেমনিভাবে নতুন প্রজন্মকেও সুন্দরবন সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়া জরুরি। সে লক্ষ্যেই লেখক সুন্দরবনের ওপর গবেষণামূলক এ বই লিখেছেন। নিজস্ব গবেষণা ছাড়াও সমসাময়িক নানা গবেষণাপত্র, ব্রিটিশ সময়কালে রচিত গুরুত্বপূর্ণ দলিল ও ঐতিহাসিক জেলা গেজেটিয়ারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে লেখক সুন্দরবনের একটি সামগ্রিক ইতিহাস তুলে এনেছেন এ বইয়ে। সুন্দরবনের ইতিহাস-ঐতিহ্য ছাড়াও প্রাণপ্রকৃতির নানা বিষয় সাধারণ পাঠকের জন্য সাবলীল ভাবে উপস্থাপনের দক্ষতা দেখিয়েছেন লেখক। বইটি নানা শ্রেণির পাঠকের জন্য একটি ভালো তথ্যভান্ডার। গবেষকদের জন্যও এটি একটি রেফারেন্স বই হিসেবে ভূমিকা রাখবে। বইটি পড়লে পাঠক সুন্দরবন সম্পর্কে জানতে পারবেন নানা অজানা বিষয়।